পাকশাইল আইডিয়াল হাই স্কুল’র আধুনিকায়ন এবং ছাত্র/শিক্ষক ও অভিভাবকের মধ্যে উন্নত যোগাযোগ সৃষ্টি, ক্লাসে অধিক উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষার গুনগতমান বৃদ্ধির জন্য ডায়নামিক ওয়েব সাইটউন্নয়ন চলছে। আশা করি এর মাধ্যমে বিদ্যালয়ের সামগ্রিক ব্যবস্থাপনা পরিপূর্ণ ডিজিটালাইজেশন হবে। এবং সকলেই উপকৃত হবেন।
ছাত্র/ছাত্রীরা স্কুলের ওয়েব সাইটে ভিজিট করে তাদের প্রোফাইণ দেখতে পারবে, ফলাফল দেখতে পারবে ও প্রিন্ট করে নিতে পারবে। এছাড়াও স্কুল সম্পর্কিত যাবতীয় তথ্য এই ডায়নামিক ওয়েব সাইটে পাওয়া যাবে। আশা করা যাচ্ছে এর মাধ্যমে শিক্ষার গুনগতমান নিশ্চিতকরনে ইতিবাচক প্রভাব ফেলবে।
ধন্যবাদ সফট্ওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান MS3 Technology BD Pvt Ltd (হক টাওয়ার, টিলাগড়, সিলেট) কে তাদের বর্ণমালা নামক শিক্ষা প্রতিষ্ঠান স্বয়ংক্রিয়কারী সফট্ওয়্যার ও সার্ভিস প্রদানের জন্য। আশা করি তাদের সার্ভিস নিখুত হবে।
পাকশাইল আইডিয়াল হাই স্কুল
বড়লেখা, মৌলভীবাজার।
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ ০১৭১৫-৮৫৯৮২১
ই-মেইল: hmanwar671@gmail.com
ওয়েব: www.pakshailihs.edu.bd